WEST BENGAL|ISLAMPUR| PRIM ARY TET 2014 URDU QUALIFIED CONDIDATET|S.D.O OFFICE ISLAMPUR DEPUTATION| Deputation against injustice of primary recruitment board and government of west Bengal for primary TET qualified 2014 urdu candidates. Primary TET qualified candidates have not been appointed even after the order of Honourable Calcutta High court.| মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল উর্দূ ভাষায় টেট উত্তীর্ন ছাত্রছাত্রীরা
K
মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল উর্দূ ভাষায় টেট উত্তীর্ন ছাত্রছাত্রীরা
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,14ফেব্রুয়ারী: ২০১৪ সালে উর্দূভাষা টেট পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলায় ২১৫ জন ছাত্র ছাত্রী উত্তীর্ন হয়েছিল।তাদের মধ্যে ৭২ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও বাকিদের নিয়োগপত্র দেওয়া হয় নি।সেই টেট পরীক্ষায় পাশ করেও তারা প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র না পাওয়ায় উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল।
২০১৭ সালে তাদের প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র দেবার কথা থাকলেও আজ পর্যন্ত টেট পাশ করা ছাত্র ছাত্রীরা নিয়োগপত্র হাতে না পাওয়ায় আজ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল উর্দূ ভাষায় টেট উত্তীর্ন ছাত্রছাত্রীরা।মহকুমা শাসকের কাছে উর্দূভাষা টেট পাশ করা ছাত্র ছাত্রীদের নিয়োগের দাবি জানানো হয়।অবিলম্বে সরকার তাদের দাবিকে মান্যতা না দিলে আগামীতে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে আন্দোলনকারিরা হুমকি দিয়েছেন।